২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৬

বিদায় বেলায় বোল্ট শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে পারবেন তো?

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর মাত্র কদিন বাকি। ইংল্যান্ডের এই টুর্নামেন্টের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উসাইন বোল্টকে নিয়ে উন্মাদনা। ২০১৬ রিও অলিম্পিকের পরই জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ঘোষণা দিয়েছেন, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপই হবে তার শেষ। এরপরই আনুষ্ঠানিকভাবে তুলে রাখবেন প্রিয় বুটজোড়া। স্বাভাবিকভাবেই সর্বকালের সেরা স্প্রিন্টারের বিদায় দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব। অপেক্ষার পাশাপাশি চলছে তাকে নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনাও। অবশ্য নেতিবাচক আলোচনাই হচ্ছে বেশী। নেতিবাচক আলোচনার ঝড়টা তুলে দিয়েছে বোল্টের ফর্ম। উঠে গেছে সংশয় মিশ্রিত প্রশ্ন, বিদায় বেলায় বোল্ট শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে পারবেন তো? রিও অলিম্পিকের পর ট্র্যাকে বেশী নামেননি বোল্ট। আগামী ৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই সর্বকালের সেরা গতিমানব গত সপ্তাহে অংশ নিয়েছিলেন মোনাকো মিটে। সেখানে চতুর্থ বারের মতো ১০০ মিটারে জিতেছেন ঠিকই, তবে সময় করেছেন ৯.৯৫ সেকেণ্ড। যা কিনা এই মৌসুমে ১০০ মিটারে সেরা সময়কারীদের তালিকায় সপ্তম! মানে বোল্টের চেয়েও সেরা সময় করেছেন ৬ জনে! ৯.৮২ সেকেণ্ড সময় করে সবার উপরে যুক্তরাষ্ট্রের উদীয়মান স্প্রিন্টার ক্রিস্তিয়ান কোলেম্যান। বোল্টের স্বদেশী বন্ধু-সতীর্থ ইয়োহন ব্লেক সময় করেছেন দ্বিতীয় সেরা ৯.৯০ সেকেণ্ড। সঙ্গত কারণেই প্রশ্নটা উঠছে, বোল্ট শেষ এদের টপকে বিজয়ীর বেশে বিদায় নিতে পারবেন তো? বয়স আর কিছুটা ভারী হয়ে যাওয়া শরীরের কারণে অনেকেই সন্ধিহান। তবে একজনের মনে কোনো সেংশয় নেই। সাবেক বিশ্ব রেকর্ডধারী ও অলিম্পিক চ্যাম্পিয়ন ডনোভান বেইলির বিশ্বাস, লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঠিকই জ্বলে উঠবেন বোল্ট। সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে বোল্টই জিতবেন ১০০ মিটারে বিশ্বসেরার মুকুট।

শুধু নিজেই বিশ্বাস করছেন না, বোল্টের উপর আস্থা রাখতে বিশ্ববাসীকেও আহ্বান জানিয়েছেন সাবেক জ্যামাইকান-কানাডিয়ান স্প্রিন্টার বেইলি। সংশয়বাদীরে সতর্ক করে দিয়ে বলেছেন, বোল্টের অক্ষতা নিয়ে কথা না বলতে। ১৯৯৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়া ৪৯ বছর বয়সী বেইলির বিশ্ববাসীর প্রতি আকুতি জানিয়েছেন, ‘বোল্টের বিপক্ষে কেউ বাজি ধরো না।’ তার মতে কথা, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে বোল্টের বিপক্ষে কেউ যদি বাজি ধরতে চায়, সেটা মোটেও স্মার্ট কোনো সিদ্ধান্ত হবে না।’

বেইলির বিশ্বাস, বোল্টই সোনা জিতবেন লন্ডনে। তবে ১৯৯৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক স্প্রিন্টার অটো বোল্ডোন মনে করছেন, লন্ডনে কেউ যদি বোল্টকে হারাতে পারে, সে ইয়োহান ব্লেক। তবে লন্ডনে বোল্ট জিততে পারুন না পারুন, বোল্ডোনের মতে বোল্টই সর্বকালের সেরা স্প্রিন্টার, ‘আমার মনে হয়, বিশ্বের এমন কেউ নেই, যিনি বলতে পারবেন সে (বোল্ট) সর্বকালের সেরা নয়। জেসে ওয়েনস (যুক্তরাষ্ট্রের প্রয়াত কিংবদন্তি স্প্রিন্টার, যিনি ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ৪টি সোনা জিতেছিলেন) বিশ্ব অ্যাথলেটিকসে খুবই গুরুত্বপূর্ণ নাম। কার্ল লুইস (যুক্তরাষ্ট্রের কিংবদন্তি স্প্রিন্টার) স্প্রিন্টটাকে করেছেন আকর্ষণীয়। কিন্তু বোল্টই সর্বকালের সেরা।’

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ