আন্তর্জাতিক ডেস্ক:
দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রিত্ব হারালেন নওয়াজ শরীফ। তাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তার ভাই শাহবাজ শরীফ। এদিকে প্রধানমন্ত্রী হতে যাওয়া শাহবাজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে। ভাই নওয়াজের পরামর্শে এই পদে নিজের ছেলে হামজা শাহবাজেই আস্থা খুজে পাচ্ছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এন হামজা শাজবাজকেই দেখতে চাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নির্ভর করছে পিএমএল-এন এর সভাপতি নওয়াজ শরীফের। কারণ, তিনি পাঞ্জাবে দলের ক্ষমতা সুসংহত করতে চাচ্ছেন। পাঞ্জাব থেকে পিএমএল-এন তার শক্ত অবস্থান হারাতে চাইবে না এটা বলাই বাহুল্য। কারণ আগামী বছর পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঞ্জাব থেকে নির্বাচিত এক সংসদ সদস্য ও পিএমএল-এন এর জ্যেষ্ঠ রাজনীতিবিদ ডন-কে বলেন, ‘ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া হামজাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন শাহবাজ শরীফ। কিন্তু সে পদে হামজা সঠিক বাছাই হবে কি হবে না সেটা নির্ধারণ করবে নওয়াজ শরীফ।’ প্রসঙ্গত, দুবাইভিত্তিক ক্যাপিটাল এফজেডই কোম্পানিতে চাকরির বিষয়টি ২০১৩ সালের নির্বাচনে মনোনয়নপত্রে উল্লেখ না করে পার্লামেন্ট এবং আদালতের সঙ্গে অসততা করায় নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে শুক্রবার অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরে পদত্যাগ করেন নওয়াজ। এনিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতাচ্যুত হলেন নওয়াজ শরীফ। অবশ্য স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেনা অথবা আদালতের হস্তক্ষেপে তাদের বিদায় নিতে হয়েছিল।
দৈনিকদেশজনতা/এন এইচ