১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

প্রতিটি টুর্নামেন্টেই আমার কাছে আলাদা : সাকিব

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট খেলেন প্রায় ১১ বছর। ঘরোয়া ক্রিকেট আরও বেশি। আর ২০১১ সালে থেকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেন নিয়মিত। তারপরও এখনও সব টুর্নামেন্টেই আলাদা রোমাঞ্চ নিয়ে খেলেন সাকিব আল হাসান। প্রতিটি টুর্নামেন্টেই তার কাছে আলাদা মজার বলে জানান তিন সংস্করণেই বিশ্বসেরা অলরাউন্ডার। খুব শীঘ্রই ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হবেন সাকিব। তবে ভিসা এখনও না পাওয়ায় যাওয়ার সময় এখনও নিশ্চিত নয়। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাকিব। ক্যারিবিয়ান লিগ নিয়ে রোমাঞ্চিত সাকিব জানালেন, ‘প্রতিটি টুর্নমেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা থাকে। মজা থাকে। রোমাঞ্চ থাকে। গত ১০-১৫ বছর ধরে ক্রিকেটই খেলছি। যেখানেই খেলি মজাই লাগে। মজার কারণেই খেলে যাচ্ছি।’  আকর্ষণীয় ক্যারিবিয়ান দ্বীপগুলোর মনোরম পরিবেশ সিপিএলে খেলার বাড়তি আনন্দ দেয় সাকিবকে। আর বরাবরই অতি আমুদে ক্যারিবীয়রা। তাই সিরিয়াসনেসটা মাঠের বাইরে আর টের পাননা সাকিব। বেশি রিলাক্স থাকতে পারেন। অন্যান্য টুর্নামেন্ট থেকে তাই এটাকেই বেশি উপভোগ করেন বলে জানান এ অলরাউন্ডার। ‘অন্য টুর্নামেন্টের চেয়ে এটার পরিবেশ অন্য রকম। খেলার সিরিয়াসনেসটা মাঠেই বেশি। মাঠের বাইরে তেমন কোনো ব্যাপার নেই। জায়গাগুলো খুব সুন্দর। সবাই রিলাক্স থাকতে পছন্দ করে। সে দিক থেকে বলতে গেলে অনেক বেশি উপভোগ করি।’-বলেন সাকিব। সিপিএলে এবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। এই টুর্নামেন্টে খেলতে এবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ গেছেন বাংলাদেশের তরুণ প্রতিভা মেহেদী হাসান মিরাজ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ