১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

অলীক কল্পকাহিনী বলে জনগণকে প্রতারিত করা যায় না : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতাসীন নেতাদের নানা অপপ্রচারের কড়া সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাঁচের ঘরে বসবাস করে অন্যের দিকে ঢিল মারবেন না। অলীক কল্পকাহিনী বলে সব সময় জনগণকে প্রতারিত করা যায় না।’ রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘লন্ডনে আইএসআই কিংবা জামায়াত নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কোনো বৈঠক হয়নি। তিনি সেখানে শুধুমাত্র চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গেছেন। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন।’ বিএনপির সহায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরানোর জন্যই এসব ভাঙা রেকর্ড প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। এরপরও বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাতেই সংলাপে অংশ নেব।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব কুমার চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৪:৪৭ অপরাহ্ণ