নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দফা গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে জুন ও জুলাই মাসে দ্বিতীয় দফার নেয়া বর্ধিত মূল্যের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। রোববার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের যুগ্ম বেঞ্চ এই আদেশ দেন।একইসঙ্গে আগস্ট মাস থেকে একটি বিশেষ ঘোষণা দিয়ে প্রথম ধাপের বর্ধিত গ্যাস মূল্য অব্যাহত রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গত ২৩ ফেব্রুয়ারি আটটি গ্রাহক শ্রেণীতে দুই ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি করে বিইআরসি। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হাসান। এ আবেদনের শুনানি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি চলতি বছরের ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি ছয়মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। পরে বিইআরসি’র আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুসারে আজ হাইকোর্টে রুল শুনানি নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, গ্যাসের প্রথম দফায় ১ মার্চ থেকে বর্ধিত মূল্য কার্যকর করা হয়। মূল্যবৃদ্ধির পর এক চুলার গ্যাসের মূল্য ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় জুন থেকে এ মূল্য যথাক্রমে ৯০০ ও ৯৫০ টাকা হয়।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

