১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থ বছরে ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে সিটি করেপারেশনের কেবি আবদুস ছাত্তার মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দিন এ বাজেট ঘোষণা করেন।

একই সঙ্গে বিগত ২০১৬-১৭ অর্থ বছরের ৬০৬ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার সংশোধিত বাজেটও উত্থাপন করেন তিনি। মেয়র নাছির বলেন, প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা, সরকারি অনুদান আশা করা হয়েছে ১ হাজার ২০০ ৯০ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ১০ লাখ টাকা।

সরকারি অনুদানের অর্থ পাওয়া গেলে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকিগ্রস্ত’ বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলে জানান তিনি। মেয়র আরো বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে বিদ্যামান ড্রেনেজ মাস্টার প্লান অনুযায়ী পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ২:৪৭ অপরাহ্ণ