২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৬

প্রস্তুতির জন্য আজ জাপান যাচ্ছেন মেয়ে ফুটবলরা

স্পোর্টস ডেস্ক:

এএফসি কাপ অনূর্ধ্ব—১৬ ফুটবল সামনে রেখে প্রস্তুতির জন্য বাফুফে আবার মেয়েদের দলকে জাপানে পাঠাচ্ছে। এবার নিয়ে দ্বিতীয় বার যাচ্ছে সেই ওসাকার সাকাই ফুটবল একাডেমিতে। তিন ম্যাচ খেলবে সাত দিনের সফরে। সোমবার প্রথম ম্যাচ।

সাকাই একাডেমির সঙ্গে একটি এবং বাকি দুটি খেলা হবে ওসাকা কেইসেই হাই স্কুল এবং ওসাকা সিয়েসো হাই স্কুলের বিপক্ষে। প্রস্তুতির তিন খেলাই হবে সাকাই একাডেমিতে। এখানেই খেলোয়াড়দের জন্য থাকা খাওয়া সহ সব আধুনিক সুবিধা দেবে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন।

জাপান সফর শেষে ঢাকায় ফিরে কোরিয়া এবং ভিয়েতনাম যাওয়ার কথা রয়েছে কৃষ্ণাদের। ভিয়েতনাম থেকে সরাসরি থাইল্যান্ড যাবে মেয়েদের ফুটবল।

উল্লেখ্য, সেপ্টেম্বরে থাইল্যান্ডের চুনবুরিতে এএফসি কাপ অনূর্ধ্ব—১৬ ফুটবল মেয়েদের চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া এবং জাপান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ