১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৯

সম্প্রতি অবাক করা এক ধরনের জুতা আসছে বাজারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

সম্প্রতি অবাক করা এক ধরনের জুতা তৈরি করে সবাইকে হতবাক করে দিয়েছে নেকফিট নামে একটি প্রতিষ্ঠান। যে জুতা বাজারে এনেছে তারা, তা পরলেও দেখা যাবে না। দেখে মনে হবে খালি পায়ে হাঁটছেন।

মজার ব্যাপার হলো, এ জুতা পরে চলার সময়ে উত্তপ্ত বালি হোক কিংবা ধুলোময় রাস্তা, কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ বিশেষ পদ্ধতিতে এই জুতা বানিয়েছে ‘নেকফিট’। জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।

ছবিতে দেখেই বুঝতে পারছেন জুতোটির গঠন কেমন। দেখতে একেবারে জুতোর সোলের মতো। কালো, গোলাপী, নীল যেমনটাই চাই, মনপসন্দ রঙও পেয়ে যাবেন। এই সোলগুলি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এগুলো কাটপ্রুফও।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ