১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

২১ রমজান কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের দোয়া

ধর্ম ডেস্ক :

১৪৩৮ হিজরির ২১ রমজান। জাহান্নামের আগুণ থেকে মুক্তি লাভে শেষ দশকের প্রথম দিন আজ। নাজাতের প্রথম দিনে মুমিন বান্দার মনের একান্ত চাওয়া-পাওয়া কবুলের লক্ষ্যে দুনিয়ার যাবতীয় অন্যায় ও কুমন্ত্রণা থেকে মুক্তি লাভে একটি দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’ল লি ফিহি ইলা মারদাতিকা দালিলা; ওয়া লা তাঝআ’ল লিশশায়ত্বানি ফিহি আ’লাইয়্যা সাবিলা; ওয়াঝআ’লিল জান্নাতা লি মানযিলাওঁ ওয়া মাক্বিলা; ইয়া ক্বাদিয়া হাওয়ায়ি’ঝিত ত্বালিবিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। আমার উপর শয়তানদেরকে আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকের প্রথম দিনে দুনিয়ার সব ফেতনা থেকে মুক্ত হয়ে জাহান্নামের আগুন ও ভয়াবহ আজব থেকে মুক্তি লাভে ইবাদত বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ