২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৫

ম্যানবুকার পেলেন ইসরায়েলের লেখক ডেভিড গ্রসম্যান

শিল্প-সাহিত্য ডেস্ক:

এ বছর ম্যানবুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন ইসরায়েলের লেখক ডেভিড গ্রসম্যান। `এ হর্স ওয়াকস ইনটু এ বার` উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার জিতে নেন। ডেভিড গ্রসম্যানের সঙ্গে তার বইয়ের অনুবাদক জেসিকা কোহেন যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন। লন্ডনে গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার নেন।`এ হর্স ওয়াকস ইনটু এ বার` এর কাহিনী আবর্তিত হয়েছে ইসরায়েলের একটি ছোট শহরকে ঘিরে। প্রধান চরিত্র ডোভালেহ গ্রিনস্টোইন একজন কমেডিয়ান। রঙ্গ ব্যঙ্গাত্মক অভিনয়ে দক্ষ এই ব্যক্তি অশালীন ও আক্রমণাত্মক সব কৌতুকে মাত করে রাখেন মঞ্চের দর্শক-শ্রোতাদের।ডেভিড গ্রসম্যানের সাহিত্যকর্ম অন্তত ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। ম্যানবুকারের আগেও তিনি ফ্রান্সের শ্যাভেলিয়ে দ্যু ল`অরডে ডেজ আর্টস থেকে শুরু করে জার্মানির বাক্সটেহুদার, ফ্রাঙ্কফুর্ট পিস প্রাইজসহ বিশ্বের নামিদামি অনেক পুরস্কার অর্জন করেছেন। তার উপন্যাসগুলোর মধ্যে ডুয়েল, দ্য স্মাইল অব ল্যাম্ব, সি আন্ডার :লাভ, দ্য বুক অব ইন্টিমেট গ্রামার, দ্য জিগজাগ, বি মাই নাইফ, সামওয়ান টু রান উইথ, টু দি অ্যান্ড অব দ্য ল্যান্ড উল্লেখযোগ্য। তার সর্বশেষ উপন্যাস এ হর্স ওয়াকস ইনটু এ বার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ