১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২

ঈদে ‘খেলারাম খেলে যা’

নিজস্ব প্রতিবেদক:

সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস ‘খেলারাম খেলে যা’। এই নামে নির্মিত হলো টিভি অনুষ্ঠান। প্রচার হবে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।

মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে সেলিব্রিটি গেম শোটি। এতে আয়োজনে অংশ নিয়েছেন টিভি, চলচ্চিত্র এবং সংগীত জগতের আট জনপ্রিয় তারকা— কনা, মেহজাবীন, উর্মিলা, কর্নিয়া, ইমরান, সাইমন, শিপন ও রোশান।

বিএফডিসিতে সম্প্রতি ‘খেলারাম খেলে যা’র ধারণ সম্পন্ন হয়। তারকারা পর্দার বাইরে কতটা বুদ্ধিদীপ্ত ও কতটা চৌকস খেলোয়াড় তা বের করাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘খেলারাম খেলে যা’ প্রচারিত হবে ঈদের ৫ম দিন, রাত সাড়ে ১০টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আমব্রিন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ