১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।  ফরিদপুর প্রেসক্লাববের সামনের মুজিব সড়কে বেলা সাড়ে ১১টাকা থেকে শুরু হওয়া মানববন্ধন চলে ১২টা পর্যন্ত।

আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্ট এর কোওয়াডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্মামী, এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, আস্থা প্রতিবন্ধী সংস্থার মিনি আক্তার, সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, সনাক এর মুজিবুর রহমান, ব্র্যাক এর মো. জাহাঙ্গীর আলম, পিন্টু মণ্ডলসহ আরো অনেকে।

উল্লেখ্য, ফরিদপুর শহরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে গত শনিবার রাতে স্থানীয় অপু নামের এক বখাটে যুবক মেয়েটির সাথে প্রেমের অভিনয় করে আলীপুর রেল লাইনের পাশে নিয়ে তার পরিচিত আরো ৭/৮ জন বন্ধু মিলে নির্যাতন করে। পরবর্তিতে সে অসুস্থ হয়ে পরলে মধ্যরাতে তাকে তারা (ধর্ষকরা) বাসায় রেখে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তার মা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে ফরিদপুর ট্রমা সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে। বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছে।

গণধর্ষণের এই ঘটনায় সোমবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে সবুজ, সাব্বির, লিখন, উজ্জলসহ স্থানীয় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ