নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিক ভাবে বুধবার সকাল ১০টায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন। নিয়োগের ১৪ দিনের মাথায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন তিনি
এ সময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠন। পরে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, ইনস্টিটিউট এবং বিভিন্ন দপ্তর।
আনুষ্ঠানিকতা সেরে প্রথমেই তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাসের ফাইল স্বাক্ষর করেন। এরপর দীর্ঘদিন থেকে অপ্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফলের ফাইল দেখেন।
ফাইল স্বাক্ষরের ফাঁকেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু করা, ধীরে ধীরে সেশনজট কমিয়ে আনা এবং শিক্ষকদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের অবসান ঘটতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে আমার প্রথম কাজ। এরপর ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিকূলতা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবো।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার ইব্রাহীম কবীর, প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
এরপর বেলা ১২টায় তিনি প্রয়াত বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করতে পীরগঞ্জে যান।
দৈনিক দেশজনতা/ এমএইচ