২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৩

বরকত লাভে যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক:

১৪৩৮ হিজরির ১৮ রমজান। মাগফেরাতের দশকের ক্ষমা লাভের ৮তম দিন আজ। পবিত্র রমজানের রোজা পালনের উদ্দেশ্যে যারা সাহরির  গ্রহণ করেন; তাদের জন্য সাহরির বরকত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি’ আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আ’দায়ি’ ইলা ইত্তিবায়ি’ আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা ক্বুলুবিল আ’রিফিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সাহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সাহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।

পরিশেষে…

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব রোজাদারকে মাগফেরাতের দশকের অষ্টম দিনে সাহরির বরকতে নিজেদের অন্তরকে আল্লাহর নূর দ্বারা আলোকিত করার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ