১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২২

আনুশকার তৃতীয় ছবি ‘পরী’র প্রথম লুক

বিনোদন ডেস্ক:

প্রকাশিত হলো বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজনা সংস্থার তৃতীয় ছবি ‘পরী’র প্রথম লুক। ফার্স্ট লুকেই কার্যত আনুশকার অন্তর্ভেদী চাউনি দর্শক মনে এক আলাদা শিহরণ জাগিয়ে তুলেছে। এটি একটি প্রেমের কাহিনী হলেও এ ছবিতে আনুশকাকে দেখে এক অদ্ভূত রহস্য মোড়া অনুভূতি উঁকি দেবে মানুষের মনে। এবিপি আনন্দ পত্রিকা সূত্রে জানা যায়, আনুশকার প্রযোজনা আগের দুটি ছবিতেও দর্শক একেবারে ভিন্নধারার চিত্রনাট্য উপহার পেয়েছিল। ‘এনএইচ-১০’ এবং ‘ফিলাউরি’-র পর স্বাভাবিকভাবে আনুশকার কাছ থেকে এক আলাদা চাহিদা তৈরি হয়েছে দর্শকের। এ ছবি থেকেও বিশেষ কিছু উপহার পাবেন দর্শকরা। ‘পরী’ ছবিটি যৌথ প্রযোজনা করেছে ক্লিন স্লেট ফিল্মস এবং ক্রিআর্জ এনটারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করেছেন নবাগত প্রসীত রায়।  আনুশকা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন টালিউডের পরমব্রত চট্টোপাধ্যায়। আপাতত শুটিং চলছে এ ছবির।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ