১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

চোখে লাইটের আলোপড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহিন মাদবর (২৮) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আড়িগাও বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দক্ষিণ গোয়ালদী গ্রামের শ্রমিক আকতার মাদবর রাতে বাড়ি ফেরার পথে তার হাতের টর্চ লাইটের আলো একই গ্রামের পথচারী জামাল বেপারীর চোখের ওপর পড়ে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল বেপারী তার লোকজনকে খবর দিলে তারা দেশিয় অস্ত্র নিয়ে আকতার মাদবরের ওপর হামলা করে। এসময় হামলাকারীদের ইটের আঘাতে আকতার মাদবরের চাচাত ভাই আড়িগাও বাজারের ফল ব্যবসায়ী শাহিন মাদবর (২৮) গুরুতর আহত হন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংঘর্ষে আকতার মাদবর, জলিল মাদবর, বাবুল মাদবর, করিম বেপারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ