১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

রাজধানীতে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কল্যাণপুরে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সাম্মী আক্তার (৩৫)। এ ঘটনায় নিহতের স্বামী টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ জুন) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। পরে দুপুর দুইটার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আসেন মিরপুর থানার এসআই নওসের আলী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাম্মী আক্তারের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ৮, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ