১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫১

জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জুন) ভোরে উপজেলার বিজয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাতাতো ভাই নজরুল ও ফুফাতো ভাই ময়েজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে নজরুল ঘর তৈরি করতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ময়েজ ও নজরুলের মৃত্যু হয়।
এ সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ