খেলা ডেস্ক
ইউরো বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করল পর্তুগাল। পাশাপাশি এই ম্যাচে চোট পেয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
লিসবনে সোমবার রাতে ম্যাচের সপ্তম মিনিটেই গোল খেয়ে বসে পর্তুগাল। ডি বক্সের ভেতর গাসিনোভিচকে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে সার্বিয়াকে এগিয়ে দেন দুসান তাদিচ।
দুই মিনিট পরই দলকে সমতায় ফেরাতে পারতেন রোনালদো। কিন্তু জুভেন্টাস ফরোয়ার্ডের জোরাল শট দারুণভাবে ফিরিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক দিমিত্রোভিচ। ২৬ মিনিটে আবারো রোনালদোকে গোলবঞ্চিত করেন সার্বিয়ান গোলরক্ষক। পরে ম্যাচের ৩১ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন রোনালদো। তবে থেমে থাকেনি পর্তুগাল। ৪২ মিনিটে একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান দানিলো পেরেইরা। বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা পায়নি কেউই। ফলে ১-১ গোলেই ড্র হয় ম্যাচ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

