১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

অনলাইন

বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান খান নামে যুবলীগের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দৈবজ্ঞহাটি এলাকা থেকে তাকে আটক করে।
উপজেলার ভাটখালী গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে মিজান পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ডিবি পুলিশের ওসি (তদন্ত) শেখ মাইনুল ইসলাম বলেন, পেশাদার মাদক ব্যবসায়ী মিজান খান খুচরা বিক্রেতাদের নিকট ইয়াবা সরবরাহের অপেক্ষায় আছে এমন সংবাদের ভিত্তিতে পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ভাটখালী গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে মিজান খান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত। ইতোপূর্বে সে আটক হয়েছে। জেল খেটেছে। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

প্রকাশ :মার্চ ২৬, ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ণ