১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬

ভিলেন অক্ষয়!

বিনোদন ডেস্ক
ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন ভারতের দক্ষিণের সুপারস্টার কমল হাসান। একই সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।‘ইন্ডিয়ান টু’ পরিচালনা করছেন শংকর। অক্ষয়ের আগে এই নির্মাতা সিনেমাটিতে অভিনয়ের জন্য অজয় দেবগনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি থাকছেন না। সূত্র বলছে, সিনেমাটিতে অজয় ও কমলের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু বেশকিছু কারণে অজয় এতে অভিনয় করতে পারছেন না। জানা যায়, ‘২.০’ সিনেমার মাধ্যমে শংকর ও অক্ষয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই তারা দু’জন পুনরায় একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
‘ইন্ডিয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ১৯৯৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কমল হাসান। সিনেমাটির সিক্যুয়েলে দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন।

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৯ ৬:২১ অপরাহ্ণ