১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

বছরের সেরা চমক শারাপোভার

স্পোর্টস ডেস্ক
এ ঘটনাকে বছরের সেরা চমক হিসেবে অ্যাখ্যা দিচ্ছে টেনিস বিশ্ব। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপাধারী ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় দেখলেন মারিয়া শারাপোভা। শুক্রবার মহিলা এককের তৃতীয় রাউন্ডে আসরের তৃতীয় বাছাই ডেনিশ তারকা ওজনিয়াকির বিপক্ষে ৬-৪, ৪-৬ ও ৬-৩ গেমে জয় কুড়ান মারিয়া। মেলবোর্নে এক নম্বর টেনিস কোর্ট রড লেভার অ্যারেনায় দুই টেনিস সুন্দরীর লড়াই চলে দীর্ঘ দুই ঘণ্টা ২৪ মিনিট। ম্যাচের শুরুর দুই সেটে একবার করে আসরের ৩০তম বাছাই খেলোয়াড় শারাপোভার সার্ভিস ভাঙেন ওজনিয়াকি। তবে পরে গুরুত্বপূর্ণ মুহূর্তে দাপুটে নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী শারাপোভা। ২০১৬’র অস্ট্রেলিয়ান ওপেন চলাকালে সংগ্রহকৃত মারিয়া শারপোভার রক্তের নমুনায় নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়ামের অস্তিত্ব পায় বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। এতে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় শারপোভাকে।
তবে আপিল শেষে শারাপোভার নিষেধাজ্ঞা নেমে আসে ১৫ মাসে। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭’র এপ্রিলে র‌্যাকেট হাতে কোর্টে ফেরেন শারাপোভা। আর প্রত্যাবর্তনে এটিই শারপোভার সবচেয়ে আলোচিত জয়।

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৯ ৬:১০ অপরাহ্ণ