১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

সাকিবের ব্যাটে ঢাকার জয়

স্পোর্টস ডেস্ক
ঢাকা ডায়নামাইটসের হয়ে বিগত ম্যাচ গুলোতে দাপট দেখিয়েছেন বিদেশি ব্যাটসম্যানরা। আজকের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ঢাকা ডায়নামাইটের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০ ওভার শেষে সিলেটের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রান। এই ম্যাচেও ওয়ার্নার তুলে নেন চলতি আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ডায়নমাইটস। মোহাম্মদ ইরাফানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার মিজানুর রহমান। চতুর্থ নাম্বারে নেমে দলের হাল ধরেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের সঙ্গে শেষে ঝড়ো ইংনিস খেলেন আন্দ্রে রাসেল। সাকিব ৬১ এবং রাসেল ৪০ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়ানামাইটর্স: ১৬৩/৪(১৭/২০)। সাকিব আল হাসান ৬১*। আন্দ্রে রাসেল ৪০*। মোহাম্মদ ইরফান ২/৩৮।
সিলেট সিক্সার্স: ১৫৮/৮(২০)। ডেভিড ওয়ার্নার ৬৩, লিটন দাস ২৭। অ্যান্ডু ব্রাচ ৩/৪২, সাকিব আল হাসান ২/৩৪।
ম্যান অব দ্যা ম্যার্চ: সাকিব আল হাসান

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ