২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৪

ক্ষতিপূরণ আদায়ে বিসিসিআইকে আইনি নোটিশ পিসিবির

২০১৪ সালে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছিল। সেখানে দুই দেশই ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়েছিল। কিন্তু চুক্তি শুধু কাগজেই থাকল। কারণ ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের পাকিস্তান সফর করার কথা ছিল, যেটা শেষ পর্যন্ত হয়নি। দুই বৈরী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিকট ভবিষ্যতে হবে বলেও মনে করছে না অনেকে। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আইনি নোটিশ পাঠাল পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রমতে জানা গেছে, ভারত পাকিস্তানে খেলতে অপারগতা প্রকাশ করায় বিসিসিআই’র কাছে ৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তারা।

আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটির শর্ত অনুযায়ী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে ভারতকে। ইতিবাচক জবাব পেলে দুই বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় বসিয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করা হবে। আর এ সমস্যার সমাধান ব্যর্থ হলে বিষয়টি শুনানি পর্যন্ত গড়াবে।

পিসিবি আরও নিশ্চিত করেছে ভবিষ্যত সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী ২০১৮ সালে ভারত সফর করবে না পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সবার আগে পাকিস্তান সিরিজ আয়োজন করবে। গত বছরের ডিসেম্বরে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে দিয়ে এ চুক্তি বাস্তবায়নের কথা ছিল। দুই দেশের পারস্পরিক সমঝোতায় নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান সিরিজ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু রাজি হয়নি বিসিসিআই।

সূত্র-  ডন

প্রকাশ :মে ৪, ২০১৭ ৪:৫১ অপরাহ্ণ