২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৫

ফেসবুক হত্যাকন্ডে বন্ধে উদ্যেগ

অনলাইন ডেস্ক :
ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য, শিশু নিপীড়ন এবং আত্মঘাতী বিষয়ের প্রচার ঠেকাতে উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ করতে যাচ্ছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, “সাম্প্রতিক সময়ে ফেসবুক লাইভে যেসব’নিজেদের এবং অন্যকে আঘাত’ করার ঘটনা ঘটেছে তা খুবই মর্মান্তিক।’ আত্মঘাতী ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি ফেসবুক লাইভে হত্যা এবং আত্মহত্যার ঘটনা সম্প্রচার করার ঘটনা বেড়ে গেছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের বৃদ্ধকে হত্যা করার ভিডিও ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকার পর ফেসবুক কর্তৃপক্ষ তাদের নীতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমনকি ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজ সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। জাকারবার্গ জানিয়েছেন, নিয়োগকৃত নতুন কর্মীরা সার্বক্ষনিক ফেসবুকের বিষয়বস্তু পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর বিষয়বস্তু বন্ধের পদক্ষেপ গ্রহণ করবেন। বর্তমানে ফেসবুকের সাড়ে চার হাজার কর্মী রয়েছে।
প্রকাশ :মে ৪, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ