১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:০২

শতভাগ পাসের প্রতিষ্ঠান কমে অর্ধেক

এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ২৬৬টি। অথচ গত বছর চার হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবার সেই সংখ্যা কমেছে দুই হাজার ৪৬৮টি।

অন্যদিকে, কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ৫৩। ফলে এবার কেউ পাস না করা প্রতিষ্ঠান আরো ৪০টি বেড়েছে।
গতবারের চেয়ে এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।

ফলাফলে আরো দেখা যায়, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২১ ভাগ, মাদ্রাসায় ৭৬ দশমিক ২০ ভাগ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৯ ভাগ।

এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।

প্রকাশ :মে ৪, ২০১৭ ৪:২৭ অপরাহ্ণ