২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

দেশে গণতন্ত্র বলতে কিছু নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

দেশে গণতন্ত্র বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, গণতন্ত্রের মূল বিষয় গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আফগানিস্তানের চেয়েও দুই ধাপ নিচে বাংলাদেশের অবস্থান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনেও দেখা যায় যে বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নেই।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে যৌথসভা করেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ সরকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য, যার উত্তর সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়ে দিয়েছেন। তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা দুর্নীতি করছেন এবং পালিয়ে যাবেন।

প্রকাশ :মে ৪, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ