২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৪

৫১ ইঞ্চি লম্বা শশা!

রকমারি ডেস্ক:
শসা এক প্রকারের ফল। এর বাইরের রঙ সবুজ। তবে পাকলে হলুদ হয়। লতানো উদ্ভিদে জন্মানো এই ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় ১০-১২ ইঞ্চি লম্বা হয়ে থাকে। তবে ব্রিটেনে দেখা মিলেছে ৫১ ইঞ্চি লম্বা শশার। শশাটি দেখলে অবাক চোখে বলে উঠবেন, এটাও আবার হয় নাকি। শশাটি দেখার পর এইমনই অনুভব করেছিলেন ব্রিটেনের অধিবাসী রঘবীর সিং।

সংবাদমাধ্যমকে রঘবীর জানিয়েছেন, ‘প্রায় তিন বছর আগে বাড়ির বাগানে শশা গাছটি লাগিয়ে ছিলাম ৷ খুব একটা যে যত্ন করেছিলাম, তা নয় ৷ তবে শশাটি যে এত বড় হবে, তা স্বপ্নেও ভাবিনি ৷ আমি আসলে, শশাটিকে বাড়তেই দিয়েছিলাম ৷ এখন দেখছি ৫১ ইঞ্চিতে এসেই থেমেছে !’

৫১ ইঞ্চির শশা ফলিয়ে রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন রঘবীর ৷ শশাটি দেখে এতটাই আপ্লুত যে রঘুবীর, যে প্রত্যেকদিন ৩ ঘণ্টা করে শশাটির সামনে সময় কাটাচ্ছেন তিনি ৷ এর আগে ২০১১ সালে ওয়েলসে ফলেছিল ৪২ ইঞ্চির শশা ৷ সে রেকর্ডকেও ভেঙে দিলেন ব্রিটেনের রঘবীর ৷

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ২:০১ অপরাহ্ণ