বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিক আলোচনায় চলে আসা। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করছিলেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ আসে। প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মেলে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।
খবর এতোটুকুই ছিল। কিন্তু যদি শোনা যায় হিন্দি ছবিতে হিরো আলম অভিনয় করতে যাচ্ছেন তাহলে রীতিমতো খবরটাকে উড়িয়ে দিতেই মন চাইবে। কিন্তু ঘটনা সত্য। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তি বলিউডের একটি ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।
বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো।’ আগামী ডিসেম্বর থেকে ছবির পুরো চিত্রায়ণ হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার নামের একজন পরিচালক।
ভারত থেকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক প্রভাত কুমার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা পাতলা ধরনের একজন অভিনেতা দরকার ছিল। ছবিটিতে সে একজন ‘মূক’ চরিত্রে অভিনয় করবে। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাঁকে কেন্দ্র করে। এই ছবিতে একজন বলিউড অভিনেত্রী অভিনয় করবে।’
হিরো আলম প্রসঙ্গে প্রভাত কুমার বলেন, ‘আমরা তাঁর খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তার সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা হিরো আলম করতে পারবে।’
আশরাফুল আলম ওরফে হিরো আলম ভারত থেকে মোবাইল ফোনে বলেন, ‘আমি খুবই আনন্দিত। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাবো।’