রকমারি ডেস্ক: শসা এক প্রকারের ফল। এর বাইরের রঙ সবুজ। তবে পাকলে হলুদ হয়। লতানো উদ্ভিদে জন্মানো এই ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় ১০-১২ ইঞ্চি লম্বা হয়ে থাকে। তবে ব্রিটেনে দেখা মিলেছে ৫১ ইঞ্চি লম্বা শশার। শশাটি দেখলে অবাক চোখে বলে উঠবেন, এটাও আবার হয় নাকি। শশাটি দেখার পর এইমনই অনুভব করেছিলেন ব্রিটেনের অধিবাসী রঘবীর সিং। সংবাদমাধ্যমকে রঘবীর জানিয়েছেন, ‘প্রায় ...