আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের দিকে শানশান নামে একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। এর প্রেক্ষিতে আজ বুধবার জাতীয় আবহাওয়া সংস্থা ভারী বর্ষণ ও ভয়ঙ্কর ঝড়ের সতর্কতা জারি করেছে। বিমান সংস্থাগুলো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এই টাইফুন বৃহস্পতিবার ভোরে টোকিও থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
টাইফুন শানশানের কারণে সকালের অফিসগামী যাত্রীদের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বুধবার ভোরে ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। এটি টোকিও থেকে প্রায় ৫শ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
ঝড়ের প্রভাবে বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।