১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩২

চীনের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী মাসে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মোট ৫ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সম্প্রতি এক আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বাণিজ্য বিষয়ক এই আলোচনা চলাকালীন সময়ে কোন শুল্ক আরোপ করা হবেনা বলে জানিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন।  সমালোচকরা তখন অভিযোগ করেন, চীনের সঙ্গে নরম আচরণ করছে মার্কিন প্রশাসন।
তবে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ১৫ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে তার একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চীন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা একই সঙ্গে অবাক হয়েছে আবার অবাক হয়নি।
এক বিবৃতিতে চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, কয়েকদিন আগে ওয়াশিংটনে দুই পক্ষ যে ঐক্যমত্যে পৌঁছেছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিশ্চিতভাবেই সে ঐক্যমত্যের বিরোধী। শিগগিরই চীনের সঙ্গে দ্বিতীয় দফা বাণিজ্যিক আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই সপ্তাহে আলোচনার জন্য চীনে সফর করার কথা রয়েছে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের।  এর আগ দিয়ে এমন ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
উল্লেখ্য, এই মাসের শুরুতে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও জ্বালানী পণ্য কিনতে রাজি হয়েছে চীন।
প্রকাশ :মে ৩০, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ