১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫২

অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই : মান্না

নিজস্ব প্রতিবেদক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফখরুল ভাই কথা কিন্তু আমাদের অনেক আছে। কারণ এই যে লড়াই করবো, একদিন একটা ভোট হবে, ব্যাপক ভোট পেয়ে আপনারা সরকার গঠন করবেন। তখন আর আমাদের চিনবেন না, যদি এমন হয়? মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়। আপনাকে কষ্ট দেয়ার জন্য বলছি না, অহেতুক খোঁচাও দিচ্ছি না। শুধু এটিই বলছি, এটা বিবেচনায় রাখবেন। একই সাথে লড়াই করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো শর্ত ছাড়াই খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিৎ, যদি অংশগ্রহণমূলক নির্বাচন চান। অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই, এর বিকল্প যা কিছু হবে তা দেশের সর্বনাশ আনবে।

মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ এই কয়দিন ১১১ জন মানুষকে হত্যা করা হয়েছে। এটা সত্যি সত্যি একটা মৃত্যুর মিছিল বলতে পারেন এবং সেই মিছিল চলছে, থামছে না। আমরা অনেক অনুনয়-বিনয়, প্রতিবাদ করেছি। আপনার সংসদ সদস্যকে যদি প্রমাণ ছাড়া গ্রেফতার করা না যায়, তাহলে এদের নামে অভিযোগ আছে তারও কোনো প্রমাণ নেই, তাহলে এদের গুলি করে মারবেন কেন? উনারা (সরকার) বলছেন আমরা যুদ্ধ করছি। নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এ রকম প্রকাশ্য ঘোষণা বাংলাদেশে প্রথম পৃথিবীর ইতিহাসে এমন কোথাও ঘটেনি। আমরা যারা এখানে আছি তারা এই হত্যার নিন্দা করি।

বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

প্রকাশ :মে ৩০, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ