১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

বিয়ে করলেই কেউ ভালো থাকবেন এমন নয়: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক:

বিয়ে করলেই কেউ ভালো থাকবেন এমন নয়। একটা ঝড়ের পর সময় দিতে হয়। তাড়াহুড়ো কোনো ভালো কিছু বয়ে আনে না।’ জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইনের বাগদান হয়েছে সম্প্রতি। ঈদের পর পরই বিয়ের তারিখ চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন বাপ্পা। দেশের নন্দিত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে এ বিষয়ে এক স্ট্যাটাস লেখেন।

এই গুণী সংগীত ব্যক্তিত্ব লেখেন- ‘কে কী তা আমরা ভালোই জানি। বাপ্পা আমাদের অনেক সুন্দর সময়ের সহযাত্রী। কখনও তাকে এমন কিছু করতে দেখিনি যা চোখে লাগে, কখনওই না। তাই বাপ্পার ভদ্রতা ও বিনয়কে কেউ তার সমস্যা বা দুর্বলতা হিসেবে ভেবে না নিই। তাতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার সম্ভাবনা আছে।’

প্রিন্স মাহমুদ আরও লেখেন- ভাই ও বন্ধু হিসেবে আমার মনে হয়েছে বাপ্পা ও তানিয়ার উচিত একটু সময় নেয়া, কমপক্ষে দু’এক বছর। ওরা ম্যাচিউরড, আমার এই কথার অর্থ বুঝবে। এটা আমার একার না, আমাদের অনেক কিংবদন্তিতুল্য শিল্পী একই কথা বলছেন। আমি প্রকাশ করলাম মাত্র।’

২০০৮ সালের ২১ মার্চ অভিনেত্রী-নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। দীর্ঘ ১০ বছর সংসার করার পর বিচ্ছেদের পথ বেছে নেন তারা। অন্যদিকে ২০০৯ সালের ২০ জুন উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেন তানিয়া হোসাইন। তাদের সম্পর্কটাও মাত্র এক বছর টেকে।

প্রকাশ :মে ৩০, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ