বিনোদন ডেস্ক:
অনুপ্রেরণা অবশ্য গ্যাল গ্যাডট অভিনীত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’। হ্যাঁ, বলিউডের প্রথম ফিমেল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজ়ির মুখ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
আনন্দবাজার জানায়, ছবির নাম এখনো ঠিক হয়নি, তবে শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দুই ছবির বাজেট স্থির করা হয়েছে ৩০০ কোটি রুপি! এই প্রথম একজন নারী তারকাকে নিয়ে এত বড় বাজেটে ছবি করার কথা ভাবছেন ভারতীয় নির্মাতারা। এ-ও শোনা গিয়েছে, ছবিটি সায়েন্স ফিকশন। মনে করা হচ্ছে, ‘ওয়ান্ডার ওম্যান’ যখন অনুপ্রেরণা, দীপিকার কস্টিউমও গ্যাল গ্যাডটের মতোই আবেদনময় হবে।
ছবির কাজ শুরু হবে বছরখানেক পর। আর এই সময়টা দীপিকা দেবেন প্রশিক্ষণের জন্য। মিক্সড মার্শাল আর্ট থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট— ছবির জন্য লড়াইয়ের বিভিন্ন ফর্ম আয়ত্ত করতে চান। আর ভক্তদের মাঝে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে— অতিমানবী রূপে দীপিকাকে কেমন দেখাবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

