১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:     

চোটের খবর আগেই জানা গিয়েছিল। যদিও দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। তবে বাঁহাতি পেসারকে নিয়ে সংশয়ের মেঘ উড়তে শুরু করেছে গতকাল (সোমবার) বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের মন্তব্যে।

তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না মোস্তাফিজ। আজ (মঙ্গলবার) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। সতীর্থদের সঙ্গে একই বিমানে চড়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু বিসিবির মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন, বাঁহাতি পেসার যাচ্ছেন না দলের সঙ্গে।

রাবিদ সোমবার নিশ্চিত করেছেন, ‘বাঁ পায়ের আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (মঙ্গলবার) দলের সঙ্গে দেরাদুন যাচ্ছেন না মোস্তাফিজ। আজ (সোমবার) এক্স-রে করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) অন্যান্য পরীক্ষা করা হবে তার।’

আইপিএল থেকেই চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। ভারতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে ফিরেই তিনি চলে গিয়েছিলেন জন্মস্থান সাতক্ষীরায়। সেখানে দিনকয়েক কাটিয়ে শুক্রবার ঢাকায় ফিরে শনিবার অনুশীলন যোগ দেন তিনি। ওয়ার্মআপ করলেও বল করেননি এই পেসার। রবিবার অবশ্য ওয়ালশ জানিয়েছিলেন, বাঁ পায়ের আঙুলের চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজকে। সঙ্গে এটাও জানিয়েছিলেন, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবেন তিনি।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দলের সঙ্গে মোস্তাফিজের না যাওয়াটা বাংলাদেশের জন্য এখন দুশ্চিন্তার তো বটেই।  

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ