১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

১০০ কোটি ক্লাবে আলিয়া

বিনোদন ডেস্ক:

‘টু স্টেটস’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’র পরে আলিয়া ভাটের তৃতীয় ছবি হিসেবে ‘রাজি’ বক্স অফিসের কাঙ্ক্ষিত নম্বর আদায় করে ফেলল। বিশেষত্ব হলো— এ ছবির সাফল্য অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সে অর্থে ভাগাভাগি করতে হবে না। আনন্দবাজার পত্রিকা জানায়, বক্স অফিস দিন গুনছিল। সঙ্গে তার অগণিত ভক্তরাও। অবশেষে পূর্ণ হল সেই স্বপ্ন। আলিয়া ভাট অভিনীত ‘রাজ়ি’ ১৮ দিনে একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল।

এই সাফল্য অন্য দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এটা কোনো ফ্র্যাঞ্চাইজ়ি ছবি নয়। উপরন্তু এটি একটি নারীকেন্দ্রিক ছবি। তাই সব দিক থেকেই এই ছবির সাফল্য ইতিবাচক। এই ছবির দৌলতেই একশো কোটি ক্লাবের সদস্য হয়ে উঠলেন ভিকি কৌশলও। অভিনয় দক্ষতা প্রথম ছবি ‘মাসান’-এ প্রমাণ করে দিয়েছিলেন তিনি। তবে বাণ্যিজিকভাবেও তিনি যে নির্ভরযোগ্য, তাও প্রমাণ করে দিলেন।

এরপর ভিকির হাতে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ়’। আলিয়া আছেন ‘গাল্লি বয়’, ‘ব্রহ্মাস্ত্র’-এ। অশ্বিনী আইয়ার তিওয়ারির পরের ছবিতেও মুখ্য ভূমিকায় আলিয়া।

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ