১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

ঈদে ভারতীয় সিনেমা দেখানো যাবে না

বিনোদন ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সিনেমা হলে শুধু দেশি চলচ্চিত্র চলবে। কোনো ভারতীয় চলচ্চিত্র দেখানো যাবে না।’ এভাবেই ভারতীয় ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দুদিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প যাতে লাভের মুখ দেখে তাই এ সিদ্ধান্ত। বিবৃতিটিতে বলা হয়েছে, ‘সব বিদেশি চলচ্চিত্র পরিবেশক ও আমদানিকারকে বলা হচ্ছে- ঈদুল ফিতর ও ঈদুল আজহা পর্যন্ত সময়ে কোনো ভারতীয় চলচ্চিত্র সিনেমা হলগুলোতে দেখা যাবে না।’

এর আগে পাকিস্তানের কলাকুশলীরা অভিযোগ জানিয়েছিলেন, ভারতীয় এবং বিদেশি ছবির কারণে পাকিস্তানের সিনেমাগুলো ঠিকমতো ব্যবসা করতে পারছে না।

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ