বিনোদন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সিনেমা হলে শুধু দেশি চলচ্চিত্র চলবে। কোনো ভারতীয় চলচ্চিত্র দেখানো যাবে না।’ এভাবেই ভারতীয় ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দুদিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প যাতে লাভের মুখ দেখে তাই এ সিদ্ধান্ত। বিবৃতিটিতে বলা হয়েছে, ‘সব বিদেশি চলচ্চিত্র পরিবেশক ও আমদানিকারকে বলা হচ্ছে- ঈদুল ফিতর ও ঈদুল আজহা পর্যন্ত সময়ে কোনো ভারতীয় চলচ্চিত্র সিনেমা হলগুলোতে দেখা যাবে না।’
এর আগে পাকিস্তানের কলাকুশলীরা অভিযোগ জানিয়েছিলেন, ভারতীয় এবং বিদেশি ছবির কারণে পাকিস্তানের সিনেমাগুলো ঠিকমতো ব্যবসা করতে পারছে না।