১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

নূরুল আলমের বিয়ে’ নাটকে আফজাল পাত্র, সুবর্ণা ঘটক

বিনোদন ডেস্ক:

ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি মজার নাটকে পাওয়া যাবে জনপ্রিয় জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে। যেখানে ঘটক সুবর্ণা পাত্রী খুঁজবেন আফজালের জন্য।

নাটকটির শিরোনাম ‘নূরুল আলমের বিয়ে’। বদরুল আনাম সৌদের রচনা থেকে নির্মাণ করেছেন আরিফ খান। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে দেখা যাবে, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে বিপত্নীক। তার দুই ছেলে বিদেশ থাকেন। মাঝে মধ্যে জীবনসঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কাউকে বলতে পারেন না। কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে বেড়াতে এসে ফিরে যাওয়ার সময় বাবাকে বিয়ে করার পরামর্শ দেন।

ছেলে চলে যেতেই ঘটকের খোঁজ করেন আফজাল। শহরের সেরা  নারী ঘটক সুবর্ণা মুস্তাফাকে পাত্রী খুঁজে দিতে বলেন। পাত্রীর খোঁজে দিন পার করতে করতে এক সময় ঘটকের প্রেমে পড়ে যান আফজাল। কিন্তু সমস্যা হলো এই ভালোলাগার কথা তিনি বলবেন কীভাবে?

এটিএন বাংলায় ঈদুল ফিতরের পরদিন রাত সাড়ে ৮টায় ‘নূরুল আলমের বিয়ে’ প্রচার হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ