রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা স্কুল মাঠে শনিবার দুপুরে প্রশ্নপত্রের ডিভাইস বিক্রির সময় দুইজন প্রতারককে গ্রেফতারা করা হয়েছে।
রংপুর কোতয়ালী থানা সূত্রে জানাগেছে, অভিনব কায়দায় প্রশ্নপত্রের ডিভাইস বিক্রির সময় শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে দুই জন প্রতারক কে গ্রেফতার করেন এ এস আই মাসুদ । প্রতারকরা হলেন রংপুরের পীরগাছার উপজেলার কৈকুড়ী ইউনিয়িনের বলিহার গ্রামের মৃত্যু আজিজার রহমানের ছেলে লাবলু মিয়া (৩৫) এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সিঙ্গিমারী সিনাইগেট এলাকার ব্র্যাক ব্যাংকে কর্মরত সন্তোষ কুমারের ছেলে সুকুমার রায় ।
প্রতারকরা পুলিশকে বলছেন, প্রশ্নের বিনিময়ে তারা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা নিতেন। শুধু তাই নয় শিক্ষার্থীদের মূলসনদ নিজেদের জিম্মায় রাখতেন। টাকা পাওয়ার পর সনদ ফিরিয়ে দেয়া হতো। হোয়াটস অ্যাপে পাঠিয়ে দেয়া হতো প্রশ্নপত্রের লিঙ্ক। ‘এমএলএম পদ্ধতি’তে চালানো হয়েছে প্রতারণা। এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডকে বানানো হয়েছে প্রশ্ন ফাঁসের অস্ত্র!
দৈনিক দেশজনতা/এন এইচ