মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা হয়েছে। এই সরকারের আমলে এভাবে তাঁকে মুক্ত করা সম্ভব নয়। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দরকার কঠোর এবং তীব্র গণআন্দোলন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শফিউল বারী বাবু মুক্তি পরিষদ’ এর আয়োজনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, জনতা পারে না এমন কোনো কাজ নেই। আমরা ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন পেরেছি কারণ- আমাদের আন্দোলনের বয়স ছিল। এখন যদি করতে বলেন তাহলে পারব না। এখন আন্দোলন করতে হবে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলকে।
নজরুল ইসলাম খান বলেন, মিথ্যা অভিযোগে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর তাঁর জামিন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার। তিনি জামিন পেলেন, কিন্তু সরকার চেম্বার জজের কাছে চলে গেলেন। সময় ক্ষেপণ করা হলো অনেক। এক শুনানি থেকে আরেক শুনানির দূরত্ব অনেক। অবশেষে জামিন হলো। তবে এর আগেই আরেকটি মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানো হলো। আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা হয়েছে এবং হচ্ছে, কিন্তু এভাবে তাঁকে মুক্ত করা সম্ভব নয়। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে কঠোর আন্দোলনের প্রয়োজন। দলের নেতাকর্মীদের কার্যকর সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, সবারই ধৈর্য্যরে সীমা থাকে। এই দেশ এখন আন্তর্জাতিকভাবে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। ৭৩ বছর বয়সী বেগম খালেদা জিয়া আজ কারাগারে খুবই অসুস্থ। ডাক্তাররা বলেছেন-এমন অবস্থায় থাকলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। অন্ধ হয়ে যেতে পারেন। সরকারি চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসার সুপারিশ করার পরও সরকার সেটা আমলে নিচ্ছে না। এই স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
শফিউল বারী মুক্তি পরিষদ-এর আহ্বায়ক ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ