১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

দীপিকা ও রণবীরের বিয়ে ১৯ নভেম্বর

বিনোদন ডেস্ক:

বছরের শুরু থেকেই তাদের বিয়ের গুঞ্জন। যদিও তা নিয়ে বর-কনে কেউই কোন সদুত্তর দেয়নি। তবে শোনা যাচ্ছে, এ বছরই ১৯ নভেম্বর বিয়ে করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

কানাঘুষোয় এ-ও শোনা যাচ্ছে, রণবীর নাকি জুলাই মাসেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে হাতে ছবির কাজ থাকায় বিয়ের দিন পিছিয়ে নভেম্বরে করা হয়েছে।

এ দিকে দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবির কোনও ঘোষণা নেই। অনেকের মতে, বিয়ের জন্যই নাকি তিনি ছবির কাজ নিচ্ছেন না। বেঙ্গালুরু থেকে দীপিকার মা-বাবাও মুম্বাইয়ে এসেছেন। কনে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।

বিদেশে নয়, মুম্বাইয়ে বসবে বিবাহবাসর। তবে যতক্ষণ না পাত্র-পাত্রী সিলমোহর দিচ্ছেন, ততক্ষণ সবটাই জল্পনার স্তরে। আবার অন্য দিক দিয়ে দেখলে, না জানিয়ে বিয়ে করাই এখন বলিউডে ট্রেন্ড।

সেলুলয়েডের সম্রাজ্ঞী দীপিকা এখন সোনম কাপুরের মতো বিয়ের এক সপ্তাহ আগে বিবৃতি দেবেন, না কি অনুশকা শর্মার মতো টুইট করে নিজের বিয়ের খবর জানাবেন, সে দিকেই তাকিয়ে তার অগণিত ভক্ত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৫, ২০১৮ ২:০৭ অপরাহ্ণ