১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

চীনের পরই বাংলাদেশ টি-শার্ট উৎপাদনে শীর্ষ দেশ

শিল্প ও বাণিজ্য ডেস্ক :

বিশ্বে টি-শার্ট উৎপাদনে শীর্ষ দুটি দেশ হলো বাংলাদেশ ও ভারত। বৈশ্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০০৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত এই আট বছরে টি-শার্ট উৎপাদক দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে পোশাক রপ্তানিখাতের প্রতিযোগী দেশ দুটি। সস্তা শ্রম আর চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনও বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ২০১৬ সালে বিশ্ববাজারে টি-শার্ট রপ্তানিও আগের বছরের তুলনায় বেড়েছে ৪ শতাংশ।

টি-শার্ট উৎপাদনে ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বিশ্ব বাজারে টি-শার্ট মার্কেটের ৩৯ শতাংশ চীনের, দ্বিতীয় অবস্থানে থেকে ১২ শতাংশ বাংলাদেশের এবং ১১ শতাংশ ভারতের দখলে রয়েছে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামে টি-শার্ট উৎপাদন বেড়েছে এবং রপ্তানিও বেড়েছে। তবে চীনে টি-শার্ট উৎপাদন কমেছে। চীন টি-শার্ট উৎপাদনে বিশ্বের মধ্যে এতোদিন বড় একটি জায়গা দখল করে রাখলেও দিনে দিনে সেই পরিমাণ কমছে এবং পাশাপাশি তা এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে।

দেশে দেশে ফ্যাশন সচেতন মানুষের মধ্যে গরমে পরতে আরাম টি-শার্ট ব্যবহারের প্রবণতা বাড়ছে। বৈশ্বিক অর্থনীতি যেখানে দিনে দিনে চাঙ্গা হচ্ছে এবং মানুষের আয়ের পরিমাণ বাড়ছে, সেজন্যই হয়তো বেড়েছে টি-শার্টের ব্যবহার। বিশ্বব্যাপী টি-শার্টের বাজার ক্রমেই বেড়ে চলেছে। আশা করা হচ্ছে, এই পোশাক ব্যবহারের প্রবণতা বার্ষিক ১.৭ শতাংশ বাড়বে।

টি-শার্টের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের দেশগুলো। এছাড়া উদীয়মান অর্থনীতির হিসেবে চীন, ভারত, রাশিয়া এবং ব্রাজিলের মতো দেশেও টি-শার্টের ব্যবহার বেড়েছে। জনসংখ্যার আধিক্য, অর্থনৈতিক উত্তরণ, নগরায়ন এবং মানুষের মৌসুমি আয় বৃদ্ধির ওপর পোশাকে খরচ বাড়ানোর প্রবণতা দেখা যায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :মে ২৫, ২০১৮ ২:১১ অপরাহ্ণ