বিনোদন ডেস্ক:
হলিউডের মোগল নামে খ্যাত হার্ভে ওয়েনস্টেইন যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বলে মার্কিন মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়, শুক্রবার তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের তদন্তের পর তিনি গ্রেফতারের সম্মুখীন হয়েছেন।
ধর্ষণ এবং যৌন হয়রানিসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠেছে। যদিও কোনও ব্যক্তির সঙ্গে ‘অসম্মতিসূচক’ যৌনতার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপিত হওয়ার পর প্রথমবারের মতো ওয়েনস্টেইন শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন।
বিশ্বজুড়ে বিনোদন জগতের হাই প্রোফাইলের ব্যক্তিদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারও মার্কিন চলচ্চিত্র তারকা মরগ্যান ফ্রিম্যান যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, হলিউড অভিনেত্রী লুসিয়া ইয়াভান্স কর্তৃক আনীত যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ওয়েনস্টেইনকে শাস্তির সম্মুখীন করা হবে। তবে, অন্য অভিযুক্তদের কাছ থেকে আসা অভিযোগে তাকে শাস্তির সম্মুখীন করা হবে কিনা তা স্পষ্ট নয়।
তার আইনজীবী বেঞ্জামিন ব্র্যাফম্যান এই রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
গত বছরের নভেম্বরে নিউইয়র্ক পুলিশ জানিয়েছিল যে তারা ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিনেত্রী পাজ দে লা হয়েরটাকে ধর্ষণের অভিযোগ তদন্ত করছেন।
অ্যাঞ্জেলিনা জোলি, গুয়েনেথ পালথ্রো সহ আরও কয়েকজন বিখ্যাত অভিনেত্রী প্রকাশ্যে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। সূত্র: বিবিসি
দৈনিক দেশজনতা/এন এইচ