১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:২৭

ইরান পরমাণু চুক্তির শর্ত মেনে চলছে: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পরও ইরান ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির শর্ত মেনে চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

আইএইএ তাদের নতুন এক প্রতিবেদনে বলছে, পরমাণু সাইটে তাদের প্রতিনিধিদের ঢোকার পূর্ণ অনুমতি দিয়েছে ইরান। চুক্তির শর্ত অনুসারেই দেশটি তাদের পরামণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালের এপ্রিল থেকে জুন- এই সময়ের প্রতিবেদন দাখিল করেছে আইএইএ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পাদিত ওই চুক্তি থেকে সরে যাওয়ার পর প্রথম এই প্রতিবেদন দিলো সংস্থাটি।

৮ মে এক ঘোষণায় ট্রাম্প জানান, তিনি ওই চুক্তি ত্যাগ করেছেন। পরমাণু কার্যক্রম সামান্য কমিয়ে আনার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সিরিয়া ও ইয়েমেনে দেশটি ‘ধ্বংসাত্মক কাজে’ জাড়িত বলেও মনে করেন এই মার্কিন প্রেসিডেন্ট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৫, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ