১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

যানজটের বিরক্তি থেকে বাঁচতে করণীয়

লাইফ স্টাইল ডেস্ক:

রাজধানীতে ট্রাফিক জ্যাম যেন দিন দিন আরও অসহনীয় হয়ে উঠছে। তবে যানজটের মাঝে থেকেও কীভাবে এর সঠিক ব্যবহার করা যায় তা নিয়েই নিচে আলোচনা করা হলো :

বই কিংবা পত্রিকা পড়ুন : ট্র্যাফিক জ্যামে সময়ের চিন্তা না করে মনোযোগটা অন্যদিকে সরিয়ে নিন। তাহলে মানসিক চাপ একেবারেই থাকবে না। এ সময় মনোযোগ দিন বই কিংবা পত্রিকা পড়ায়। এজন্য সাথে সবসময়ই আপনার পছন্দের কোনো বই রাখুন। তা না রাখলে বাসে কিংবা রাস্তার আশেপাশে থেকে ঝটপট কিনে ফেলুন একটি পত্রিকা। আর জ্যামে বসে থাকার সময় পড়তে থাকুন এগুলো। দেখবেন, সময় দ্রুত চলে যাচ্ছে।

ঘুমিয়ে নিতে পারেন : গাড়িতে উঠলেই কারো কারো ঘুম এসে যায়। আবার কেউ কেউ সময়মত কর্মস্থলে পৌঁছার জন্য অনেক ভোরে উঠে রওনা দেন। সেক্ষেত্রে ট্র্যাফিক জ্যামে বিরক্তিকর সময় কাটানোর একটি ভালো উপায় হলো কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া। তবে জিনিসপত্র যাতে চুরি হয়ে না যায় সেক্ষেত্রে ঘুমানোর সময় একটু সতর্ক থাকবেন।

গান শুনুন : গান পছন্দ করে না এমন মানুষ খুজেঁ পাওয়া ভার। এটি এমন একটি জিনিস যা যে কোন সময় যে কোন মানসিক চাপ থেকেই মুক্তি দেয়। জ্যামে বিরক্তিকর সময় কাটানোর একটি মোক্ষম অস্ত্র হলো এই গান। মোবাইল আপনার পছন্দের কিছু গান ও একটি হেডফোন রাখুন। আর প্রয়োজনে তা কাজে লাগান।

ল্যাপটপে জরুরি কাজ সেরে ফেলুন : বেশিরভাগ অফিসেই ল্যাপটপ ও ইন্টারনেটে কাজ করা হয়ে থাকে। তাই ট্র্যাফিক জ্যামে বসে না থেকে সাথের ল্যাপটপ ও মডেম দিয়েই সেরে ফেলুন অফিসের জরুরি কিছু কাজ। এতে করে আপনার সময়ও বাঁচবে, আর বিরক্তি ভাবও কেটে যাবে। নিজেকে তখন অনেক হালকা লাগবে।

জীবন নিয়ে খানিকটা ভাবুন : কর্মব্যস্ত জীবনে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার সময় খুব কম মানুষই পায়। তারা ট্র্যাফিক জ্যামের এই বিরক্তিকর সময়টাকে কাজে লাগাতে পারেন। এ সময় আপনি আপনার সুখ-দুঃখের নানা স্মৃতির কথা ভাবতে পারেন। কিংবা ভবিষ্যতে কি কি করতে চান তা নিয়েও একটা পরিকল্পনা তৈরি করতে পারেন। তাতে আপনার সময়টা ভালোই কেটে যাবে।

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ