২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

গুয়েতেমালার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলে গুয়েতেমালার দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করায় দেশটির সঙ্গে সকল প্রকার সহযোগিতা ছিন্ন করেছে আরব লীগ।বুধবার আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের স্বাক্ষরিত একটি নির্দেশনামা গুয়েতেমালার কাছে হস্তান্তর করা হয়। এ নির্দেশনামার মাধ্যমে ২০১৩ সালে দেশটির সঙ্গে করা আরব লীগের সহযোগিতা চুক্তি বাতিল করা হয়।

সম্প্রতি জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান এবং দেশের অনুরোধ উপেক্ষা করে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। এরপরই কয়েকটি দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে। তাদের মধ্যে একটি দেশ হলো গুয়েতেমালা।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ