১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১৭

লালমনিরহাটে ফেনসিডিলসহ আটক ৩

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছয় বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি নতুন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রংপুর ধাপ এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে শাহ আলম (৪৫), মৃত এলাহী হোসেনের ছেলে ইসরাঈল হোসেন (৩০) ও একই এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে সফিউল আহসান খোকন (৪০)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের এলাকায় তাদের ধাওয়া করলে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। পরে তাদের তেতুলতলা মোড় থেকে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাসি করলে ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক তিনজনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ