২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২০

বরুসিয়ার নতুন কোচ লুসিয়েন ফাবরে

স্পোর্টস ডেস্ক:      

ক্লাবের নতুন হেড কোচ হিসেবে লুসিয়েন ফাবরের নাম ঘোষণা করেছে বুন্দেসলিগা জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। দুই বছরের চুক্তিতে তারা ৬০ বছর বয়সী এই সুইস কোচকে নিয়োগ দিয়েছে বলে ক্লাবের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। ফ্রেঞ্চ লীগ ওয়ান ক্লাব নিসের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন লুসিয়েন।

এ সম্পর্কে ক্লাবের স্পোর্টস পরিচালক মাইকেল জোর্ক বলেছেন, এবারের গ্রীষ্মে একেবারে নতুনভাবে শুরু করার জন্য লুসিয়েনের নিয়োগ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।  পিটার স্টোগারের স্থলাভিষিক্ত হয়েছেন ফাবরে। গত বছরের ডিসেম্বর থেকে স্টোগার বরুসিয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু হতাশাজনক পারফরমেন্সে তার সাথে চুক্তি নবায়ন করেনি বরুসিয়া। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের থেকে ২৯ পয়েন্ট পিছিয়ে এবারের বুন্দেসলিগায় চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছে বরুসিয়া।

নতুন চুক্তি অনুযায়ী ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ফাবরে বরুসিয়ার সাথে থাকবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ