১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

ফাইনালের আগে আত্মবিশ্বাসী রোনালদো

স্পোর্টস ডেস্ক:      

রোববার ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের পথে তাদের বাধা ইংলিশ ক্লাব লিভারপুল। প্রতিপক্ষ নিয়ে দারুণ সতর্ক মাদ্রিদের ক্লাবটি। কারণ লিভারপুলে আছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় এই তরুণ রিয়ালের জন্য প্রধান চ্যালেঞ্জ হতে পারেন।

তবে শিরোপা জয়ের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী রিয়ালের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়ালকে ৩টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়া এই পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি ও আমরা সতীর্থরা আত্মবিশ্বাসী। পঞ্চমবারের মতো শিরোপা জিততে পারাটা নিঃসন্দেহে দুর্দান্ত হবে।’ রিয়াল মাদ্রিদের হয়ে এ পর্যন্ত ৩ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন রোনালদো। তবে এ শিরোপায় তিনি চুমু খেয়েছেন চারবার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পান রোনালদো। এরপর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়ালের হয়ে শিরোপা জেতেন তিনি।

রোববার লিভারপুলের বিপক্ষে জিততে পারলে ইতিহাসের নবম ও রিয়ালের সপ্তম খেলোয়াড় হিসেবে ৫ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার রেকর্ড গড়বেন রোনালদো। সর্বোচ্চ ৬ বার শিরোপা জেতার রেকর্ড আছে কেবল এক জনেরই। তিনি রিয়ালেরই সাবেক উইঙ্গার প্যাকো গেন্টো। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে এ শিরোপা জেতেন তিনি।

মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ৩৩ বছর বয়সী এই পর্তুগিজ তারকা বলেছেন, ‘এটা হবে এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা পুরো দলই রোমাঞ্চিত। আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছি না যে আমরা কি ইতিহাস সৃষ্টি করছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আমরা ইতিহাস সৃষ্টি করবো। ’

চ্যাম্পিয়ন্স লিগ সবসময় স্পেশাল বলে মনে করেন রোনালদো। আর লিভারপুলকেও শক্তিশালী প্রতিপক্ষ মানছেন তিনি। তারপরও নিজেদেরই এগিয়ে রাখছেন এই ফরোয়ার্ড, ‘ফাইনাল সবসময়ই স্পেশাল। এটা মোটেও সহজ হবে না। লিভারপুল ফাইনালে যোগ্য দল। কিন্তু মাদ্রিদই (রিয়াল) সেরা। চ্যাম্পিয়ন্স লিগ স্পেশাল। আমি এই প্রতিযোগিতা পছন্দ করি।’

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো। এর মধ্যে জুভেন্তাসের বিপক্ষে তার বাইসাইকেল কিক তো ইতিহাসেই জায়গা করে নিয়েছে। তবু টুর্নামেন্টের নিজের সেরা মুহূর্ত বলে আলাদা কিছু দেখছেন না রোনালদো। রিয়ালের হয় খেলা প্রতিটা মুহূর্তই তার কাছে বিশেষ মুহূর্ত, ‘আপনি অবশ্যই পিএসজি, জুভেন্তাসের মতো সেরাদের বিপক্ষে খেলেছেন।

আপনি হয়তো বলবেন জুভিদের বিপক্ষে বাইসাইকেল কিকটাই সেরা মুহূর্ত। কিন্তু এই ক্লাবের (রিয়াল) হয়ে সব সময়ই বিশেষ মুহূর্ত। ভুলে যাবেন না, আমি সবগুলো গ্রুপম্যাচে গোল করেছি। গেল বছরও এরকম হয়েছে, যখন আমি ৩ গোল করেছি, প্রতিযোগিতায় কিছু না কিছু ঘটেছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ